প্রকাশিত: Mon, Nov 6, 2023 8:56 PM
আপডেট: Sat, Dec 6, 2025 5:59 PM

[১]গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

হাসিব খান, গাজীপুর: [২] মহানগরের কাশিমপুর আমবাগ এলাকার এম এম গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার সকালে কাজে যোগদান না করে বিক্ষোভ করে। উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি কাশিমপুর সড়ক অবরোধ করেন।  এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

[৩] একইদিন  দুপুরে দিকে এম এম গার্মেন্টস, মিতালি ফ্যাশন লিমিটেড, হাতিমারা এলাকার কটন ক্লাব নিটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে  বিক্ষোভ করেন।  একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড় অবরোধের জন্য চেষ্টা চালায়।র‌্যাবের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়। 

[৪] গাজীপুর ২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। সম্পাদনা : মুরাদ হাসান